
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে বলেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
গণভবনে এক সংবাদ বিফ্রিংয়ে ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘৭ নভেম্বরের পর আর কারো সাথে সংলাপের কোন সুযোগ নেই। সংলাপ শেষে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায়।’
বর্তমান মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রীরা হলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply