
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব ফুলবাড়ীয়া (ডিইউসেফ)’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার।
শনিবার (০২.০২.২০১৯খ্রিঃ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে উক্ত সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সকল সদস্যের সম্মতিক্রমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফুলবাড়িয়া (ডিইউসেফ) এর নতুন কমিটি গঠিত হয়।
সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটির প্রয়োজনীয়তা দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ডিইউসেফের উপদেষ্টা আবুবকর সিদ্দিককে আহ্বায়ক এবং শাহরিয়ার, আমিনুল ইসলাম ও খন্দকার মাহমুদ হাসান সজীবকে যুগ্ম-আহ্বায়ক করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
উক্ত উপদেষ্টাবৃন্দের সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হোসাইন মাহমুদ আপেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সারোয়ার আলম জিয়া।
আলোচনা সভায় উপস্থিত সকলে আলোকিত ফুলবাড়িয়া গড়ার লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply