
বিরলে ১০ টাকা কেজি দরের চাল তুলতে গিয়ে ডিলারের মারপিটে সুফলভোগীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলার রাণীপুকুরের জগতপুর গ্রামের মৃত ফয়জার রহমানের পুত্র মিজানুর রহমান (৫০) আহত অবস্থায় জানান, ১৭ নভেম্বর শনিবার সকালে বহবলদিঘী বাজারে ১০ টাকা কেজি দরের চাল সংগ্রহ করতে গিয়ে ওজন কম হওয়ায় প্রতিবাদ করতে গেলে ডিলার তাঁর চাল থেকে ময়লা ধূলা-বালিসহ চাল ওজন করে জোড়পূর্বক সে চাল নিতে বাধ্য করছিল।
এ সময় মিজানুর প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারপিট কিল ঘুষী মেরে গুরতর আহত করে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে অসূস্থ্যতা বেড়ে যাবার কারণে তাঁকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত ডিলার প্রকাশ চন্দ্র রায়ের নিকট জানতে গেলে তাঁর দোকান বন্ধ পালিয়ে যায় এবং মোবাইল ফোন বন্ধ কওে দেয় ফলে কিছু জানা সম্ভব হয়নি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply