
দৌলতপুর প্রতিনিধিঃ প্রতিবারের ন্যায় এবারো “সিরাজ নগর যুব সংঘ ও এলাকাবাসী ” কর্তৃক আয়োজিত জঙ্গী, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০১৯ সম্পন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -১, দৌলতপুর
আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমীন আকতার উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব আজিজুল হক, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া; জনাব শরিফুল কবির স্বপন, জনসংযোগ বিষয়ক সম্পাদক, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ; কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের প্রচার
সম্পাদক জনাব হাসানুল আসকার হাসু ; দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নজরুল ইসলাম ; বীরমুক্তিযোদ্ধ ক্যাপ্টেন নুর বক্স (অবঃ)। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার মানুষ। প্রধান অতিথি তার বক্তব্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলেন।আগামী প্রজন্মের জন্যে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply