
নাটোরের বাগাতিপাড়ায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে শফিকুল ইসলাম(২২) নামের এক যুবককে পিটিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার উপজেলার জামনগর বাজারে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শফিকুল ইসলাম জামনগর মোল্লাপাড়া গ্রামের মৃত মুনতাজ আলী সরকারের ছেলে।
আহতের ভাই রফিকুল ইসলাম জানান, ওইদিন বাক্কার মোড়ে একটি চায়ের দোকানে হাপানিয়া গ্রামের মৃত বিচ্ছাদ আলীর পুত্র আফজাল হোসেনের সঙ্গে বাঁশ বিক্রির পাওনা টাকা নিয়ে তার দুই সহোদর মকবুল ও শফিকুলের বাকবিতন্ডা ও ধাক্কা-ধাক্কি হয়। সে সময় লোকজন উভয় পক্ষকে সরিয়ে দেয়।
এর জের ধরে ঘন্টা খানেক পর জামনগর বাজারে প্রতিপক্ষরা অতর্কিতে দলবদ্ধভাবে শফিকুল ইসলামের ওপর আক্রমন করে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, শফিকুল ইসলামের অবস্থা শংকটাপন্ন।
এ বিষয়ে প্রতিপক্ষ আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply