
আর মাত্র ক’দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব প্রস্তুত ৩৭১ টি পুজা মন্ডপ। এবার দেবী আসছেন ঘোটকে আর যাবেন দোলায়। প্রতিমার মাটির কাজ শেষ করে রঙ তুলির আঁচরে প্রতিমাগুলো জীবন্ত করে তুলতে ব্যাস্ত সময় পার করছেন নাটোরের
প্রতিমা শিল্পীরা। এরই সাথে দিন-রাত এক করে পুরোদমে চলছে প্যান্ডেল তৈরী ও মন্দিরের সাজসজ্জার কাজ। নাটোর জেলায় এবছর ৩৭১ টি পুজা মন্ডপে শারদীয়া দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। আর মাত্র ক’দিন পরই বোধনের মধ্য দিয়ে মন্দিরে স্থাপিত হবেন দূর্গা প্রতিমা।
শুরু হবে শারদীয় দূর্গোৎসব। তাই সামান্য অবসর নেই এখন প্রতিমা তৈরী ও সাজসজ্জা শিল্পীদের। সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ করে চলেছেন তারা। পরিবারের অন্যান্য সদস্যরাও তাদের এ কাজে সহযোগিতা করছেন শিল্পীদের। মাটির কাজ শেষ করে তারা
দিচ্ছেন রঙ তুলির আঁচড়। এরপর সব প্রতিমা ডেলিভারী দেবেন তারা। প্রতিমা শিল্পীরা জানান, কিছু কিছু উপকরণের দাম বাড়লেও প্রতিমার দাম খুব বেশী বাড়েনি। তাদের তৈরী প্রতিমা নাটোরের বিভিন্ন স্থান ছাড়াও কিছু চলে যাবে জেলার বাহিরে রাজশাহী ,বগুড়া ও পাবনা সহ বিভিন্ন জেলায়। এর সাথে চলছে মন্ডপ তৈরী, তোরণ নির্মাণ ও সাজসজ্জার কাজ। সাজ সজ্জা কারিগররা তাদের বুদ্ধি
দিয়ে চেষ্টা করছেন সুন্দর সাজসজ্জা করার । বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি বলেন, জেলায় এবার ৩৭১টি মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্নভাবে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
নাটোরের পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদার জানান, জেলায় এবছর মোট ৩৭১ টি পুজা মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। দূর্গা পূজাকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে জেলার সকল পুজা কমিটির নের্তৃবৃন্দের সাথে সভা হয়েছে। কিভাবে কি কি বিষয়ের ওপর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন সেসব বিষয়ে আলোচনা হয়েছে।
প্রতিটি পুজা মন্ডবে পুলিশ ও আনসার সদস্যের পাশাপশি র্যাব সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তিনি আশা করেন শান্তিপূর্ন পরিবেশে দুর্গা পুজা সম্পুর্ন হবে। দেবী দূর্গার আগমনে দুষ্টের দমন আর সার্বজনীন কল্যাণ সাধিত হবে এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মালম্বীরা।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply