
নাটোরের বাগাতিপাড়ায় সাজা প্রাপ্ত পালাতক আসামী জিয়ারুল হক ওরেফ জিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
জিয়া উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার মৃত কান্দু গাইন এর ছেলে। শুক্রবার ভোররাতে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই গোলাম রাব্বানির নেতৃত্বে শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করা হয় জিয়াকে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের মামলায় নাটোর বিজ্ঞ আদালত আটককৃতের বিরুদ্ধে দুই বছর ৪ মাসের সাজা প্রদান করে। তারপর থেকেই জিয়া পালাতক ছিল।
আটককৃতের বাগাতিপাড়া থানার মামলা নং জিআর ৬/০৭। এ ছড়াও জিয়ার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছ।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম// নাটোর প্রতিনিধি
Leave a Reply