
দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামী জামায়াতের ৩ কর্মী ও ৪ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে হিলির দক্ষিন জামালপুর ও সাতকুড়ি রেলগেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, হিলির
দক্ষিনজামালপুর গ্রামের মৃত সেফাতুল্লাহ মন্ডলের ছেলে আবু সাঈদ (৫৮), একই এলাকার মৃত আবু তাহের মন্ডলের ছেলে আবু তালেব (৫০), মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৬২), হিলির বৈগ্রাম এলাকার আফজাল হোসেনের ছেলে মমিনুল ইসলাম (২২), একই এলাকার আশরাফ আলীর ছেলে রাসেল আলী (২০), হিলির মুহাড়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (৩৫), হিলির চন্ডিপুর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে মিলন উদ্দিন (২৮)। হাকিমপুর (হিলি) থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাতে হিলির দক্ষিনজামালপুর এলাকায়
পুলিশের বিশেষ একটি টিম অভিযান চালায়। এসময় তাদের নিজ নিজ বাড়ি থেকে আবু তালেব, আব্দুল মজিদ, আবু সাঈদ নামের জামায়াতের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই জামায়াতের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় পুর্বের নাশকতা মামলা ছিল। সেই মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন তারা। এছাড়াও আজ ভোররাতে হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ মমিনুল ইসলাম ও মাদকসেবনকালে রাসেল, রায়হান ও মিলন নামের তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply