
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি টের পেয়েছে, একাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারা পরাজিত হবে। তাই তারা সহিংসতার পথ বেছে নিয়েছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনী শিডিউলের পর কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না।
নির্বাচনের দোহাই দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে এবং তাদের ওপর হামলা করে পার পাওয়া যাবে না বলেও সতর্ক করেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, পুলিশ হেডকোয়ার্টর্সে বসে নির্বাচন প্রভাবিত করার যে অভিযোগ করেছে বিএনপি, তা অসত্য ও ভিত্তিহীন। বিএনপি তাদের অতীতের সন্ত্রাসী কর্মকান্ড থেকে বের হয়ে আসতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply