
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুরোদমে মাঠে নেমেছে বৃহৎ দুই রাজনৈতিক জোট। ইতোমধ্যেই নির্বাচনী তফসিলও ঘোষনা করা হয়ে গেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছে মহাজোট ও বিএনপির নেতৃত্বে রয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট।
এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দলীয় সরকারের অধীনে। ইতিপূর্বে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। ফলে আগামী সাধারণ নির্বাচনের পরিবেশ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন বিশ্লেষকরা।
নির্বাচনে দায়িত্বপালন করবেন এমন ব্যক্তিদের তালিকা কমিশন থেকে পুলিশের কাছে হস্তান্তর এবং ওইসব ব্যক্তিদের বাড়িতে গিয়ে পুলিশের খোঁজখবর নেয়া নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় এসেছে।
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, মনে হচ্ছে নির্বাচনটা যেভাবেই হোক অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। কিন্তু প্রতিযোগিতামূলক হবে কি না সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
তিনি বলেন, ১০ বছর ধরে একটা সরকার ক্ষমতায় আছে। তাদের ইনফ্লুয়েন্স সব জায়গায় রয়ে গেছে।
আরেক রাজনৈতিক পর্যবেক্ষক দিলারা চৌধুরী বলেন, আস্থা অর্জন করার ব্যাপারে তাদের অনেক ঘাটতি আছে। নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে, কিন্ত পুলিশ সেটা শুনছে না।
শেষ পর্যন্ত ত্রিশ ডিসেম্বর কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের জনগন। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি ক্ষমতায় আসবেন, এমন আশা সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply