
এবারের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে লড়ছেন টাইগারদের ওয়ানডের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে লড়বেন তিনি। তবে আগেই নড়াইলবাসীকে বড় উপহার দিচ্ছেন মাশরাফি।






তার নিজ এলাকার সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে পুরো শহরকে ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনার উদ্যোগ নিয়েছেন মাশরাফি বিন মর্তুজার ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’। এ লক্ষ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং সিডনিশান ইন্টারন্যাশনালের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।






রোববার রাজধানীর গুলশানে দাহুয়া-সিডনিশান সেন্টারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন নড়াইল এক্সপ্রেসের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা ও সিডনিশান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সাগর টিটো।






প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর ঢাকায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে ‘নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান’ শীর্ষক আলোচনা এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কার্যাবলী অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।






আগামি ত্রিশ তারিখ জাতীয় সংসদের একাদশতম নির্বাচন। ক্রিকেট নিয়ে মাশরাফির আপাতত কোন ব্যাস্ততা না থাকায় তাই নির্বাচনী মাঠেই ব্যস্ত তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply