
রাকিবুজ্জামান, রংপুর প্রতিনিধিঃ বদরগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রংপুর-২, বদরগঞ্জ তারাগঞ্জের মাননীয় সাংসদ আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদুল হক, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাবা মহসিনা বেগম, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলে রাব্বি সুইট, ভাইস চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা জাহানুর,বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনিছুর রহমান, যুবলীগের আহবায়ক এবং বিশিষ্ট সমাজসেবক জনাব হাসান তবিকুর চৌধুরী পলিন, গনপুর্ত বিভাগের প্রকৌশলী জনাব মামুনুর রশিদ এবং স্থানীয় নেতা কর্মী ও আলেম ওলামাগন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় মাননীয় সাংসদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। মাননীয় সাংসদ সকল আলম ওলামাদের কে জংগীবাদ থেকে সজাগ থাকতে অনুরোধ করেন। ইসলামের নামে কেউ বা কোন গোষ্ঠী যেন সুযোগ গ্রহন করতে না পারে তার দিকে খেয়াল রাখতে বলেন সবাই কে।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সকল ব্যবসায়ী দের কে সহনশীলতার সাথে ব্যবসা পরিচালনা এবং সকল আলেম দের কাছে জন নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার অনুরোধ করেন। ৪০ শতাংশ জায়গায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কবির ট্রেডার্স এর তত্বাবধানে ২০২১ সালের মধ্যেই মডেল মসজিদ টি তৈরী করতে পারবে বলে আশাবাদী সাইট ইঞ্জিনিয়ার। উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র তিনতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত ভবন নির্মিত হবে। নারীদের জন্য থাকবে নামাজের আলাদা কক্ষ। মডেল মসজিদ থেকে ইমাম প্রশিক্ষণ এবং ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যক্রম।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply