
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আখতারুজ্জামান, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মোর্শেদ কামাল প্রমুখ।
নানক বলেন, ‘আওয়ামী লীগ বা মহাজোটের কোনো বিদ্রোহী প্রার্থী নাই। কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা দেড় ডজন নয় আরো অনেক কম।’
তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে এখনো নিজ দল আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে যারা এখনো রয়েছেন তাদের ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে এবং সরে দাঁড়ানোর বিষয়টি জানাতে সংবাদ সম্মেলন করতে হবে মহাজোটের এ সব বিদ্রোহী প্রার্থীদের। তাদের অবশ্যই আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর স্বপক্ষে ভোটের মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুবা আমরা সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেব।’
নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বলেন, ‘ড. কামাল হোসেনরা পরগাছা। দেশের সংকটময় মুহূর্তে কখনই এদেরকে পাওয়া যায়নি। বিভিন্ন সময় এরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসন্ন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় তারা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে।’
নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি আরো সহিংস হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেন নানক। বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা নানাভাবে মিথ্যাচার করে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত করতে চায়।’
Leave a Reply