
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বছরের শুরুতে বিনামূল্য ৩৮ কোটি বই প্রদান করছে, যা বিশ্বের ইতিহাসে অনন্য নজির।
প্রতিমন্ত্রী শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চামারী বিএন উচ্চ বিদ্যালয় ও নলবাতা উচ্চ বিদ্যালয়ের উদ্ধর্মূখী ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও সোনাঘাটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন বছরে শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারে। যা বিগত দিনে অকল্পনীয় ছিল। জঙ্গীবাদ ও মাদক সম্পর্কে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। শিক্ষাকে ডিজিটাল করতে সরকার কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম, চামারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আসাদুল ইসলাম, ইউসিসিএর চেয়ারম্যান জালাল উদ্দিন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply