
গতকাল পনেরোই আগস্ট ছিলো বাঙালি জাতির শোকদিবস। জাতির জনক বঙ্গবন্ধু এইদিন নির্মম ভাবে খুন হন ঘাতকের বুলেটে।
শুধুমাত্র বাংলাদেশই নয়, বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।
জেদ্দা: যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনুস্যলেটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। বুধবার সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। অর্ধনমিত রাখা জাতীয় পতাকা। আলোচনা সভায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কনসাল জেনারেল এফ. এম.বোরহান উদ্দিন।
কাতারঃ কাতারে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়। স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ফ্রান্স: ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত সরকারের অর্জনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘সোনালী দিনগুলি’ প্রদর্শিত হয়।
ইতালি: ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির জনককে স্মরণে নানা কর্মসূচি হাতে হাতে নেয়া হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানানো হয়।
মালয়েশিয়া: জাতীয় পতাকা অর্ধনমিত, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বুধবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিতর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
সৌদি আরব: রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগেও নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে বাংলাদেশের স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত গোলাম মসীহ। জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
শেখ মুজিব কেবলমাত্র বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের শোষিত নিপীড়িত মানুষের নেতা। তাঁকে তাই কোনো গন্ডিতে নয়, শ্রদ্ধা জানানো হয় সীমানার কাটাতার পেরিয়ে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply