
রাজধানী দামেস্কের কাছে অবস্থিত অবরুদ্ধ বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতার বিমান হামলায় রাসায়নিক গ্যাস ব্যবহার করছে সিরিয়ার সরকারি বাহিনী। হোয়াইট হেলমেটস-এর স্বাস্থ্যকর্মীরা এ কথা জানিয়েছেন।
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় এক সপ্তাহ ধরেই বিমান হামলা চালাচ্ছে বাশার আল আসাদ বাহিনী। সেখানকার স্বাস্থ্যকর্মীরা ও হোয়াইট হেলমেটস বলছে, সেখানে ক্লোরিন গ্যাস ব্যবহার হয়েছে। গ্যাস হামলায় অন্তত একজন নিহত হয়েছে। নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি ঘোষণার পর গত রোববার রাতে সরকারি বাহিনীর বোমাবর্ষণে পূর্ব গৌতায় একই পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন। এলাকাটিতে এখনো বিমান হামলা ও যুদ্ধ অব্যাহত রয়েছে।
একজন যুদ্ধ পর্যবেক্ষক রয়টার্সকে গতকাল এ কথা জানিয়েছেন। হোয়াইট হেলমেটস নামে দেশটির সিভিল ডিফেন্স জানায়, অন্তত একজন শিশু ক্লোরিন গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। সিরিয়ার বিরোধী দলের অন্তর্বর্তী সরকার জানায়, হামলার শিকারদের মধ্যে বিষাক্ত ক্লোরিন গ্যাসে আক্রান্ত হওয়ার আলামত দেখতে পাওয়া গেছে। এক বিবৃতিতে তারা জানায়, অন্তত ১৮ জনকে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজন নারী ও শিশুরও নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে জানায় হোয়াইট হেলমেটস।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে পূর্ব গৌতা এলাকায় প্রতিদিন পাঁচ ঘণ্টা করে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। একইসাথে ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনার জন্য একটি ‘মানবিক করিডর’ স্থাপনেরও নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার থেকে এ নির্দেশ কার্যকর হবে। গতকাল রাজধানী মস্কোয় রুশ প্রেসিডেন্টের এ ঘোষণার কথা জানান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন, “রুশ প্রেসিডেন্টের দিকনির্দেশনা অনুযায়ী, পূর্ব গৌতায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়াতে ২৭ ফেব্রুয়ারি থেকে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত মানবিক করিডর খোলা রাখা হবে।”
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আল-তানাফ এবং জর্দান সীমান্তবর্তী রুকবান শহরেও একইরকম যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেছেন ভ্লাদিমির পুতিন। বেসামরিক নাগরিকরা যাতে নির্বিঘ্নে তাদের ঘরবাড়িতে ফিরে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে শোইগু জানান। রুশ প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, সম্প্রতি নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক যে ২৪০১ নম্বর প্রস্তাব পাস হয়েছে তা লঙ্ঘন করে আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশ সিরিয়াকে হুমকি দিচ্ছে। সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে গত শনিবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব পাস হয়। প্রস্তাব অনুযায়ী, পূর্ব গৌতাসহ সিরিয়ার আরো কিছু এলাকায় মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। অবশ্য আল-কায়েদা, জাবহাতুন নুসরা ও আইএসের মতো উগ্র গোষ্ঠীগুলোকে এই যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে। পূর্ব গৌতা হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি কৌশলগত এলাকা। দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে ওই এলাকা পুনর্দখল করার চেষ্টা চালাচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply