
সোমবার (২৮ মে) রাত ১২টার দিকে বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালি (হাজরাপাড়া) গ্রামে বোনের হাতে ভাইয়ের হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সোমবার রাতে আব্দুল আজিজের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে তার বোন মারধর করেন। রাতে বাড়ি ফিরে এ কথা শুনে আব্দুল আজিজ তার বোনের কাছে মারধরের কারণ জানতে চান।
তখন ওই বোন আব্দুল আজিজের মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয়রা আব্দুল আজিজকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোনের পিটুনিতেই ফকির আব্দুল আজিজ কডো (৫০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মে) সকালে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে। তবে আব্দুল আজিজের বোনের নাম জানায়নি পুলিশ।
পারিবারিক কলহের জের এবার ভাইকেও রেহাই দিল না বোনের হাত থেকে। এ ঘটনা সত্যিই নির্মম এবং হৃদয় বিদারক।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply