
আজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পাশাপাশি বুধবার সকাল ১০টা থেকে সব সেমিস্টারের ফাইনাল পরীক্ষা একযোগে শুরু হওয়ার কথা ছিল। তবে এই পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়টির সকল শিক্ষার্থী।
জানা গেছে, নিরাপদ সড়কের দাবীতে চলমান আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটকক্রিত ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবীতে তারা এই পরীক্ষা বর্জন করেছে।
ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের ১২তম সেমিস্টারের শিক্ষার্থী আদিত্য আহসান বারি বলেন, “আমাদের ভাইরা রিমান্ডে, আমাদের ছোট ভাইবোনদের দাবি পূরণ হয়নি, হামলা হয়েছে আমাদের উপর। সব মিলিয়ে আমাদের মানসিক পরিস্থিতিও নেই পরীক্ষা দেওয়ার, ক্লাস করার। গ্রেপ্তারকৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে যাব না।”
এরই মধ্যে বুধবার সকালে গ্রীষ্মকালীন সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ফয়জুল ইসলামের স্বাক্ষরিত নোটিসে বলা হয় ২০১৮ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হল। কোরবানির ঈদের পর পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
যৌক্তিক এই আন্দোলনে শিক্ষার্থীদের গ্রেফতারের বিষয়টি জনসাধারন বিশেষ করে শিক্ষার্থীদের কিছুটা হলেও উদ্বেগ অসন্তোষ সৃষ্টি করেছে। এই পুঞ্জিভূত অসন্তোষ থেকেই ক্লাসের পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply