
বাংলার মানুষের জন্যে স্বাধীনতা দিবস এক অবিস্মরণীয় দিন। বিভিন্ন উদ্যোগে সংগঠন গুলো এই দিনটি পালন করে থাকে যথাযোগ্য মর্যাদায়। বিভিন্ন দেশাত্মবোধক গান, কিংবা স্থানে স্থানে মিছিল করে দিনিটিকে স্মরণ কর হয়।
তবে এবার স্বাধীনতা দিবস একটু ভিন্ন ভাবেই পালিত হল, একটি অর্গানাইজেশনে। স্বাধীনতা দিবসে অবহেলিত পথশিশুদের সাথে দুপুরের খাবার ভাগাভাগি করল একটি অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘টেক অ্যাসেন্ট বিডি’।২৬ মার্চ রবিবার মহান স্বাধীনতা দিবসে দুপুর ১:৩০ ঘটিকা ধানমন্ডি-৩২ নম্বর রোডে লেকের ভিতর গোল চত্বরে প্রায় ৫০ এরও বেশি অবহেলিত পথশিশুদের মাঝে দুপুর খাবার বিতরণ করে অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ‘টেক অ্যাসেন্ট বিডি’। খাবারের মেন্যু হিসেবে ছিল এক প্যাকেট তেহারি ও একটি সফট ড্রিংক।
স্বাধীনতা দিবসে দুপুরের খাবার পেয়ে অবহেলিত পথশিশুদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছাস দেখতে পাওয়া যায়। ওদের হাসিতে আনন্দিত হয়েছিল ধানমণ্ডি-৩২ নাম্বার রোডের লেক ও।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জনাব আশিকুল ইসলাম জানান, স্বাধীনতা দিবসে অবহেলিত পথশিশুদের সাথে দুপুরের খাবার ভাগাভাগির উদ্দেশ্য স্বাধীনতা পৌছে যাক সকলের কাছে। গরীব-দুঃখী ওরাও হাসুক স্বাধীনতা দিবসে।
সকলেই যদি এভাবে গরীব- দুঃখীদের পাশে এসে দাঁড়ায়, তবে দেশটা সত্যিই বদলে যাবে একদিন। যার অংশীদার হবে এমন মহতী উদ্যোগগুলোই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply