
পুরনো ব্রিজটি ভাঙার জন্য দায়ী ব্যক্তিই পেয়েছেন নতুন ব্রিজের কাজ। ৩ কোটি টাকার কাজ। তারপর তিনি পুরাতন পিলারে নতুন ব্রিজের কাজ শুরু করেছেন।
ঠাকুরগাঁও শহরের ফাঁড়াবাড়ি রোডে সেনুয়া নদীর ওপর ভেঙে পড়া বেইলি ব্রিজটি ১ জোড়া পুরাতন পিলারের ওপরে শুরু হয়েছে নতুন ব্রিজ নিমার্ণের কাজ। একদিকে পুরাতন পিলার, অপর দিকে ব্রিজটি ভাঙার জন্য দায়ী ব্যক্তির হাতেই নতুন ব্রিজ নির্মাণের ঠিকাদারি কাজ যাওয়ায় জনমনে হতাশা দেখা দিয়েছে।
বরুনাগাঁও এলাকার শাওন বলেন, ‘দীর্ঘদিন পরে নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে। এলাকার জন্য এটা খুব ভাল খবর। কারণ, কষ্টের অবসান হতে যাচ্ছে। কিন্তু এ কেমন বিচার! যে ব্রিজ ভাঙলো সেই আবার ঠিকাদারি কাজ করছে। তারপরেও ৬ টি পিলারের মধ্যে ২ টি পুরাতন। যে পিলারে বেইলি ব্রিজ ভেঙে যায় সে পিলারে বড় ব্রিজ হচ্ছে। ভবিষ্যতে কিছু হলে আমাদের কি হবে?’
একই এলাকার আব্দুল আওয়াল বলেন, ‘মনে করেছিলাম নতুন ব্রিজ হচ্ছে। সব নতুন হবে। এখন দেখি ভিত্তিটায় পুরাতন। ব্রিটিশ আমলের বেইলি ব্রিজের পুরাতন পিলারে এত টাকা ব্যয়ে নতুন ব্রিজ হবে ভাবতে পারিনি! কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি তারা যেন সঠিক নজরদারিতে ব্রিজের কাজ শেষ করে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply