
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শ্রমিকলীগ নেতা রাজিব তালুকদার ও সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মালেক তালুকদারের বিরুদ্ধে দায়ের করা ধর্ষন মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ১১টায় ভেদরগঞ্জ উপজেলা চত্ত্বরে শত শত লোকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় মামলায় প্ররোচনাকারী হিসেবে সেচ্ছাসেবক দল মালেশিয়া শাখার সভাপতি বিএনপি নেতা রতন তালুকদারের বিচার দাবি করা হয়। পরে মানববন্ধন শেষে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের বরাবর একটি স্মারক লিপি প্রদান করে মানববন্ধনকারীরা।
মানববন্ধন বক্তারা বলেন, গত ১০ অক্টোবর শরীয়তপুরের নারী ও শিশু ট্রাবুনালে বাদল তালুকদার বাদী হয়ে যে মামলা করেন তা সম্পূর্ন মিথ্যা। তার মেয়ে দশম শ্রেনীর ছাত্রী বাঁধনকে ধর্ষনের ক্ষেত্রে মালেক তালুকদার ও রাজিব তালুকদার কোনভাবেই জড়িত নয়। মূলত, রাজনৈতিক বিরোধীতার জের ধরে হয়রানির উদ্দেশ্যে এ মামলাটি করা হয়েছে। আমরা এ মামলা প্রত্যাহারের পাশাপাশি মামলায় প্ররোচনাদানকারী বিএনপি নেতা রতন তালুকদারের বিচার দাবি করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র মান্নন হাওলাদার, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম তালুকদার, ছয়গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন মীর, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম শিকদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরদার, পৌর কাউন্সিলর হারুন রশিদ বেপারী, হালিম তালুকদার, মুক্তার সরদার, রুহুল আমিন ওঝা, নিলচান কাজী, মোশারফ সরদার, শাহীন ভূইয়া, সেলিম মোল্যা, ফাতেমা বেগম, আলো বেগম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল সরদার, ইউনিয়ন আলীগের সভাপতি মুজাহিদ মাদবর ও উপজেলার অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।
রাজিব তালুকদার বলেন, গত ১ অক্টোবর নারায়নপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা বাদল তালুকদারের দশম শ্রেনীতে পডুয়া মেয়ে বাঁধন (১৬) একই গ্রামের বাসিন্দা কাদির শেখের ছেলে রানা শেখের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ২ অক্টোবর ভেদরগঞ্জ থানা পুলিশ বাঁধনকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়। এসময় ভেদরগঞ্জ পৌরসভার মেয়র মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন। পরে ১০ অক্টোবর বাঁধনের বাবা বাদল তালুকদার বাদী হয়ে রানা ও তার বাবা কাদির শেখ সহ স্থানীয় মালেক তালুকদার ও আমাকে আসামী করে আদালতে একটি ধর্ষন মামলা দায়ের করে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply