
দিনাজপুর মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গনে বালুবাড়ী শহীদ স্মৃতি ট্রুনামেন্ট-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক শাহ মো: রেজওয়ান উর রহমান পলাশ। তিনি বলেন-মাদকের নেশায় যুবকরা আসক্ত না হয়ে খেলার নেশায় আসক্ত হতে হবে।
পাড়া, মহল্লা থেকে এখন খেলার মাঠ হারিয়ে যাচ্ছে বলেই খেলোয়াড় সৃষ্টি হচ্ছে না। খেলাধুলার মান উন্নয়নে পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে না পারলে মাদক ও অপরাধের সাথে তারা জড়িয়ে পরবে। তাই তাদেরকে মাঠমুখী করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মো: ফয়সাল হাবিব সুমন,মো: রেজাউল চৈধুরী, রেহাতুল ইসলাম খোকা প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সাজ্জাদ হোসেন। সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কার করার জন্য তরুণ খেলোয়াড় প্রতীক হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। দিনাজপুর শহরের ১৬টি মহল্লার ক্ষুদে খেলোয়াড়রা ১৬টি ক্রিকেট দল নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply