
মালয়েশিয়ার নির্বাচন থেকে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি করলে আর জনমত বিপক্ষে গেলে কোনো শক্তি দিয়েই পরাজয় ঠেকানো যায় না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ৩৪ বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খুলনায় নির্বাচনে পুলিশ দিয়ে মাঠ দখলে রেখেছে আওয়ামী লীগ—এমন অভিযোগ করে বিএনপির এই নেতা আরো বলেন, বিএনপির পোলিং এজেন্ট হবেন এমন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন খালেদা জিয়া। অথচ তাঁকেই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে কারাগারে বন্দি রাখা হয়েছে। মেগা প্রজেক্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি। ভোট দেওয়ার সুযোগ পেলে এর উপযুক্ত জবাব দেবে জনগণ।
বিএনপির মহাসচিব বলেন, ‘মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন, কীভাবে দুর্নীতি করলে, কীভাবে জনগণের বাইরে চলে গেলে, গণতন্ত্রের বাইরে চলে গেলে, সব শক্তি দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না। জনমত সেখানে প্রতিষ্ঠিত হয়, আজকে মালয়েশিয়ায় সেটাই প্রমাণিত হয়েছে।’
খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে আমাদের নেতাকর্মীদের। এমনকি এজেন্ট যাঁরা হবেন, তাঁদের পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। এখন শুধু গ্রেপ্তার এড়ানোর জন্যই কাজ করতে হচ্ছে। নির্বাচনের কাজ কেউ করতে পারছে না। কিন্তু শেষ পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং ইনশাআল্লাহ জয়লাভ করবো।
এসব বক্তব্যে স্পষ্টতই বোঝা যাচ্ছে সামনের নির্বাচনে মাঠে থাকছে প্রধান দুটো দলই। তবে জয়ী হবে কারা, সেটি জানার জন্যে অপেক্ষা করতে হবে চলতি বছরের শেষ পর্যন্ত।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply