
১৩ বছরের এক কিশোরকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে জোরাজুরি করেন এক নারী। কিন্তু ওই কিশোর তার আহ্বানে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে কিশোরের পুরুষাঙ্গে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেন। ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গ্রেটার নয়ডা এলাকায় নৃশংস এ ঘটনা ঘটে।
নয়াদিল্লি পুলিশ বলছে, ‘গ্রেটার নয়ডার চাপরলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ওই নারী নিখোঁজ রয়েছেন।’ কিশোরের মা বলেছেন, ‘বিবাহিত ওই প্রতিবেশি নারী এর আগেও এ ধরনের যৌন-সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন।
অপহরণ, ভয়-ভীতি প্রদর্শন ও শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা দেয়ায় কিশোরের গোপনাঙ্গে গরম অস্ত্র দিয়ে আঘাত হানার অভিযোগ এনে মঙ্গলবার ওই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় সব দিক বিবেচনা করে পুলিশ তদন্ত করছে।
.
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply