
রোহিঙ্গা সমস্যা বর্তমানে শুধু মিয়ানমার কিংবা বাংলাদেশের নয়, আন্তর্জাতিক মহলেও মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে। শনিবার বিকালে সিডনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এই দুই নেতার মধ্যে দেড় ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টি উঠলে এক্ষেত্রে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থনের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তাদের জন্য অস্থায়ী বাসস্থান নির্মাণের বিষয়েও টার্নবুলকে জানান শেখ হাসিনা।
বৈঠকে ওসানোগ্রাফিতেও (সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা) অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও দুই প্রধানমন্ত্রী আলোচনা করেছেন বলে জানান ইহসানুল করিম।
বাণিজ্য ও বিনিযোগ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত প্রকাশ করেছেন তারা। ম্যালকম টার্নবুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন।
বিগত এক বছরের বেশি সময় ধরে মিয়ানমারের প্রান্তিক অঞ্চলের জনগোষ্ঠী, রোহিঙ্গাদের উপর নানারকম অত্যাচার চালানো হচ্ছে বলে আন্তর্জাতিক গনমাধ্যমগুলোর খবর। এরই পরিপ্রেক্ষিতে এই বিপুল দিশেহরা জনগোষ্ঠী আশ্রয় নেয় বাংলাদেশে।
বিভিন্ন সময়ে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হলেও উপযুক্ত কোনো সাড়া পাওয়া যায় নি বলে অভিযোগ উঠেছে। ধারনা করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে। যা অদুর ভবিষ্যৎ এ বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ একটি অঞ্চলে হুমকি হিসেবে দেখা দেবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply