
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মেয়ে মুসলিমা খাতুন (৩০) এর আত্মহত্যার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে রহিমা খাতুন (৫৫) নামে এক গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে বছর দশেক আগে গাজনা গ্রামের মতিয়ার সরদারের মেয়ে মুসলিমা খাতুন এর সঙ্গে বিয়ে হয় একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুয়েলের। তাদের সংসারে ৭ বছরের একটি ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি মুসলিমা শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই খবর তার (মুসলিমা) মা রহিমা খাতুন শুনার পর তাৎক্ষনিক
হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মুসলিমার আত্মহত্যার ঘটনায় শুক্রবার (২৯ মার্চ) সকালে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply