
যশোরে মীরা খাতুন (২০) নামে এক গৃৃহবধু চারটি নবজাতকের জন্মদিলো।চার সন্তান জন্ম দেয়া মীরা খাতুন সুস্থ আছে।শুক্রবার সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি ক্লিনিকে চারটি নবজাতকের জন্ম হয়। গাইনী ডাক্তার নিকুনজো বিহারী গোলদার সিজারের মাধ্যমে ওই নারীর পেটথেকে চারটি নবজাতক
বাহির করে৷ তাদের ভিতর ১টি ছেলে ও ৩টি মেয়ে তারা সকলে সুস্থ আছে৷গৃৃহবধু মীরা খাতুন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের সবুজ হোসেনের স্ত্রী৷ ও একই উপজেলার নলডাঙ্গা তৈলকুপ গ্রামের অলিয়ার রহমানের মেয়ে৷ গৃৃহবধুর শশুর তবিবর রহমান জানান,গত দুই বছর আগে সবুজ ও মীরার পারিবারিক ভাবে বিবাহ হয়৷ আজ শুক্রবার সকাল দশটার দিকে,যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের কিংস হাসপাতালে ডাক্তার নিকুনজো বিহারী গোলদার সিজারের মাধ্যমে ৪টি নবজাতকে বাহির করে৷ তাদের ভিতর ১টি ছেলে ও ৩টি মেয়ে৷ তারা সকলেই সুস্থ আছে৷ আমরাও পারিবারিক ভাবে সকলেই খুশি৷
Leave a Reply