
জাতীয় ঐক্যফ্রন্টের সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ পথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ঢাকার প্রবেশ পথ স্বাভাবিক থাকলেও বেলা ৯ টার পর থেকে নগরীর প্রবেশপথগুলোতে চৌকি বসিয়েছে পুলিশ।
এসময় বাসে উঠে যাকে সন্দেহজনক মনে হচ্ছে, গাড়ি থেকে নামিয়ে নামিয়ে তল্লাশি করা হচ্ছে। এতে ঢাকার আশেপাশের জেলা এবং উপজেলা থেকে ঢাকাগামী বাস আসা কমে গেছে।
আমাদের স্টাফ করেসপন্ডেন্ট পলাশ মল্লিক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকার তল্লাশির একপর্যায়ে গাড়ি চলাচল বন্ধ করেছে পুলিশ। এসময় গাড়ি থেকে নেমে বহু জনকে হেঁটে আসতে দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু বা আরিচা হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের যেসব বাস ঢাকার পথে আসে, সেগুলোর বেশিরভাগই রাজধানীতে ঢোকে গাবতলী হয়ে।
আমাদের স্টাফ রিপোর্টার রাজু আহমেদ জানান, ঢাকার প্রবেশ পথ গাবতলীতেও বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ, সন্দেহ হলেই যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।
এদিকে মঙ্গলবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সব ধরনের যানবাহনে তল্লাশি অভিযান চালাচ্ছে ডিএমপি। ফলে ঢাকায় আসছে না দূরপাল্লার বাস।
বাধ্য হয়ে যাত্রীরা হেঁটেই রওনা দিয়েছেন নিজ নিজ গন্তব্যে। তবে দূর পথের যাত্রীরা পড়েছেন বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা সড়কের পাশে অপেক্ষায় পরও দেখা মিলছে না বাসের। মাঝে মধ্যে দু’একটা বাস পেলেও সেগুলোর দরজা বন্ধ থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা সময়ের কণ্ঠস্বরকে জানায়, ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ইসি পুনর্গঠন, নির্বাচনে মেজিস্ট্রেসি ক্ষমতা ও সেনাবাহিনী মোতায়েনসহ ৭ দফা দাবিতে আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট।
সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্টের অন্যান্য দলগুলো।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply