
বগুড়ার সোনাতলায় মোছা. মাইশা আক্তার রিয়ামনি (৭) নামে এক প্রথম শ্রেণির ছাত্রীর হার্টে তিনটি ফুটো দেখা দিয়েছে। জীবন বাঁচাতে শিশুটির মা-বাবা সকলের কাছে রোগমুক্তির জন্য দোয়া ও হৃদয়বানদের কাছ থেকে আর্থিক সহায়তা প্রার্থনা করেছেন।
মা মহসিনা বেগম ও বাবা ফরিদুল ইসলাম জানান, তিন মেয়ের মধ্যে রিয়ামনি ছোট। বড় দুই মেয়ে বিবাহযোগ্য। রিয়ামনির চার বছর বয়সে বুকে ব্যথা শুরু হয়। বগুড়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার হার্টে তিনটি ফুটো। মেয়ের চিকিৎসা করতে বাড়ির জমি, গাছপালা ও গরু-ছাগল বিক্রি করে টাকা সংগ্রহ করা হয়। কিন্তু এতে মেটেনি রিয়ামনির চিকিৎসা ব্যয়। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। টাকার অভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে আছে।
জানা গেছে, বাড়ির জায়গা না থাকায় ফরিদুল ইসলাম পরিবার-পরিজন নিয়ে থাকেন সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর গ্রামে শশুর বাড়িতে। তিনি ওয়েল্ডিং কারখানার শ্রমিক। চিকিৎসকরা জানিয়েছেন, রিয়ামনির চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার চিকিৎসার জন্য দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে সাহায্যের আবেদন করেছেন রিয়ামানির মা-বাবা।
সাহায্য পাঠাবার ঠিকানা:
মোছা. মহসীনা বেগম,
সঞ্চয়ী হিসাব নং: ০১০০১৬৭২২৮১০,
জনতা ব্যাংক লি:, সোনাতলা শাখা, বগুড়া।
বিকাশ নং ০১৭২১৪৩৫৫১০।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply