
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট একটি বড় মানবিক সমস্যা বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সফররত আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরার।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, পিটার বৈঠকে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি মিয়ানমারের সেনাপ্রধান, সুশীল সমাজের সদস্য এবং বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কথা বলেছেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি মিয়ানমারের সেনাপ্রধানকে অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরে আসার জন্য আইসিআরসি’র প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো একটি ছোট ভূখণ্ডে বিপুল সংখ্যক রোহিঙ্গার অনুপ্রবেশ দেশের জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আইসিআরসি’র কাজে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
আইসিআরসি প্রেসিডেন্ট জানান, মিয়ানমারের কর্মকর্তারা একটি শান্তিপূর্ণ পরিবেশে রোহিঙ্গাদের বসবাসের সহায়তায় আইসিআরসি’র কর্মকাণ্ড পরিচালনায় সব ধরনের সহায়তা দিতে সম্মত হয়েছে।
তিনি রাখাইন রাজ্যে ১৩০টি গ্রাম পরিদর্শন করেছেন। সেখানে রোহিঙ্গাদের ঘরবাড়ি ধ্বংসের চিহ্ন দেখে তিনি মর্মাহত হয়েছেন। সেখানে তাদের জন্য বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, তারা সেখানে রোহিঙ্গাদের বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং তাদের নিরাপদ পুনর্বাসনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি রোহিঙ্গাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করার প্রয়োজনীয়তার ওপর অধিক গুরুত্ব দেন।
বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসার ফলে যে সমস্যা তৈরী হয়েছে সেটা অপরিমেয়। মিয়ানমারের উচিৎ অতিশীঘ্রই এসব সমস্যার তাৎপর্য অনুধাবন করে তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply