
নাটোরের লালপুর উপজেলায় ফরহাদ হোসেন (৪) নামে এক শিশু অপহরণের অভিযোগে ছিনতাই কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ করিম হোসেন (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক করিম পাবনা শহরের পশ্চিম সাধুপাড়া মহল্লার ইজিবর আলীর ছেলে এবং পাবনা জমজম হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক বলে জানা গেছে। আর অপহরণ থেকে রক্ষা পাওয়া শিশু ফরহাদ হোসেন (৪) দাঁইড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাবিবুর রহমান রাতে জানান, শিশুটির মা ফাতেমা বেগম বুধবার বিকেলে দাঁইড়পাড়া এলাকায় শিশুটিকে নাটোর-পাবনা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে খড় তোলার কাজ করছিল। আর ওই শিশুটিও খেলায় মত্ত ছিল।
এমন সময় পাবনাগামী একটি এ্যাম্বুলেন্স শিশুটির পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে এ্যাম্বুলেন্স থেকে একজন নেমে এসে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় শিশুকে টেনে ধরে তার মা চিৎকার করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজস ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে অপহরনকারীকে ধরে গণধোলাই দেয়।
খবর পেয়ে টহলরত বনপাড়া হাইওয়ে থানার পুলিশ তাকে আটক করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, আটক করিম পুলিশ হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply