
চলছে নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন। এই আন্দোলনের মধ্যেও থেমে নেই দেশের বিভিন্ন স্থানের দুর্ঘটনা। অদক্ষ লাইসেন্স ছাড়া ড্রাইভার রাস্তায় নেমে ঘটাচ্ছে যত্রতত্র এসব দুর্ঘটনা।
আজ শনিবার নরসিংদীর রায়পুরায় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবদুল্লাহ (১৭) নামের এক কলেজ ছাত্রকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মো. আবদুল্লাহ উপজেলার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকার মো. শাহজাহানের ছেলে। সে ভৈরবের হাজী আসমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে লেগুনা চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে কলেজে যাওয়ার জন্য সে নীলকুটি বাসস্ট্যান্ডে যাচ্ছিল। এ সময় ইটাখোলা থেকে ভৈরবগামী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ মারা যায়। এ ঘটনায় পুলিশ লেগুনা চালকে আটক করেছে।
রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, আবদুল্লাহ ভৈরব কলেজে যাচ্ছিল। এ সময় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আমরা লেগুনা চালকটিকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এ ঘটনায় কয়জন আহত হয়েছে তা বলতে পারছি না।
সড়কের দীর্ঘদিন এর নজরদারীর অভাবে যে অবব্যস্থাপনা দেখা দিয়েছে সেটি রাতারাতি মেরামত করা সম্ভব নয়। এর জন্যে সময় লাগবে, লাগবে প্রশাসনের সদিচ্ছাও। দেখবার বিষয় প্রশাসন এবার একটু নড়েচড়ে বসে কী না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply