
শুধু সরকারি চাকরিজীবী নয়, দেশের ধনী-গরীব সব মানুষের জন্য পেনশন চালুর কথা বলা হয়েছে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। সরকার এ পরিকল্পনা হাতে নিয়েছে। এর জন্য ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’ নামে শিগগিরই একটি কর্তৃপক্ষ গঠন করা হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল তিনটার পর জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় তিনি এ পরিকল্পনার কথা জানান।
আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের মোট জনগণের কিছু অংশ সরকারি পেনশন পাচ্ছেন। তবে দেশের প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে পেনশন চালু করা হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে সার্বজনীন পেনশনের আওতায় আনা হবে।
অর্থমন্ত্রী বলেন, প্রতি মাসে ব্যাংকে বা হিসাবরক্ষণ অফিসে হাজির না হয়েই পেনশনাররা যাতে ব্যাংক বা মোবাইল হিসাবে পেনশন পেতে পারেন, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৭ হাজার পেনশনারের ব্যাংক হিসাবে ইএফটি এর মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে। আগামী অর্থবছরের মধ্যেই পেনশনাররা এ কার্যক্রমের আওতায় আসবে। পেনশন উত্তোলনে হয়রানি বন্ধ করতে ডিজিটাল পদ্ধতি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার মাধ্যমে পেনশন দেওয়া শুরু হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply