
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
রোববার (২৮ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোরশেদ আলমের তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সকল বিভাগ ও জেলায় হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সকল বিভাগ ও জেলায় এসব হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’
মোস্তাফা জব্বার বলেন, ইতিমধ্যে ঢাকার কারওয়ান বাজারে জনতা টাওয়ারে ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’ এবং খুলনা বিভাগের যশোর সদর উপজেলায় ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ স্থাপন করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক’, সিলেট বিভাগে ‘সিলেট ইলেক্ট্রনিক্স সিটি’ এবং গাজীপুর জেলার কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’, স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply