
ইদানিং সাংবাদিকতা নাকি খুব সহজ হয়ে গেছে। দুই চারটি লাইন লিখতে জানলেই অনেকে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেন। গত কয়েক বছর ধরে ‘সাংবাদিকদের’ কাণ্ডকারখানা প্রত্যক্ষ করছি।
যেকোনো ইভেন্টেই সহজে ‘সাংবাদিক’ হয়ে ওঠা আমার ‘সহকর্মীরা’ উত্তেজিত হয়ে পড়েন। তারা কোনো কিছুরই ধার ধারেন না। মন যেভাবে চায় সেভাবে করেন। কিছু টিভির লাইভে ‘সাংবাদিকদের’ অবস্থা দেখলে কান্না আসে। মনে মনে ভাবি এদের সাংবাদিক বানালো কারা?
আর কিছু অনলাইন ও পত্রিকার কথা তো বাদই দিলাম। এরা যা শুনে তাই লেখে। আপনাদের এমন ‘সাংবাদিকতায়’ আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুটি লাইন লিখতে পারা, কণ্ঠ কিংবা চেহারা সুন্দর হলেই এই লাইনে পা বাড়ানোর স্বপ্ন দেখবেন না।
আর যারা অলরেডি বিরাট ‘সাংবাদিক’ হয়ে গেছেন, দয়া করে বিকল্প পেশা থাকলে ‘সাংবাদিকতা’ ছেড়ে দিয়ে আমাদের রক্ষা করুন।
জাহিদুর রহমানের ফেসবুক ওয়াল থেকে নেয়া
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply