
জামায়াত প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে, আদালতের রুল অনুযায়ী তাদের প্রার্থীতা বাতিল করার বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।




এই তথ্য জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম। শুক্রবার রাতে ইসি কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এইচ টি ইমাম বলেন, সারা দেশে নৌকা প্রতিকের প্রার্থীরা হামলার শিকার হচ্ছে। তা বন্ধে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।




বিএনপি প্রার্থীদের পোস্টারে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তির কথাও ইসিতে জানিয়েছে আওয়ামী লীগের এই প্রতিনিধি দল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ টি ইমাম জানান, নির্বাচনী পরিবেশ নিয়ে একজন কমিশনারের ভিন্ন বক্তব্য ইসির প্রতি কারো আস্থাহীনতা তৈরি হবে না। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply