
সিরাজগঞ্জ পৌর এলাকায় রানীগ্রাম মহল্লায় ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
পুলিশ জানায়, বুধবার ভোরে মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া নিজ বাড়ি থেকে প্রাতভ্রমনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রানীগ্রাম বাজারে এলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা মোস্তফাকে এলাপাথারীভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
এখবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ভীড় জমায়।
তাতক্ষনিক ভাবে পুলিশ হত্যাকান্ডের কারন জানাতে পারেনি, তবে স্থানীয় সংসদ সদস্য জানান জামায়াত-বিএনপির সন্ত্রাসীরাই এই হত্যাকান্ড ঘটিয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করা হয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply