
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেনাবাহিনী কোনো দলের না, সেনাবাহিনী কোনো জোটের না। কাজেই সেনাবাহিনীকে নিয়ে আজকে যারা উল্লসিত হচ্ছেন, উচ্ছ্বসিত হচ্ছেন তাদের বলে দিতে চাই সেনাবাহিনী কোনো দলের পক্ষে যাবে না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
সোমবার (২৪ ডিসেম্বর) ফেনীর দাগণভূঞাঁয় আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন ।
কাদের বলেন, তারা শুধু কথা বলতে পারে, কাজ করতে পারে না। তারা বাঙালি জাতিকে কলা দেখিয়েছে, মুলা ঝুলিয়েছে, হাইকোর্ট দেখিয়েছে; কিন্তু দেশের উন্নতির জন্য কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার বিগত ১০ বছরে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। সামনে নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply