
চলনবিলের মানুষদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। রোববার বিকেলে নাটোরের সিংড়ায় চলনবিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রার গল্প শনিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এসময় ফাইনাল খেলা দেখতে আসা চলনবিলের অর্ধ লক্ষাধিক মানুষ জয় বাংলা শ্লোগানে গোটা খেলার মাঠ মুখরিত করে।
প্রতিমন্ত্রী পলক তাদের উদ্যেম্যে বলেন, যে চলনবিলে এক সময় ডাকাতদের উপদ্রবে মানুষ আতংকে দিন কাটিয়েছে, সেখানে এখন মানুষ নিশ্চিতে ঘুমাতে পারছে। চলনবিলের দুর্গম এলাকায় ব্রপক উন্নয়নের কারনে মানুষ সহজেই যাতায়াত করতে পারেন। আইটি হাইটেক পার্ক হচ্ছে চলনবিলে। একাজ সম্পন্ন হলে প্রায় ত্রিশ হাজার ছেলে মেয়ে কাজ পাবে। সিংড়াকে মিনি সিংগাপুর বানানোর স্বপন বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য কয়েকশ কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উন্নয়নধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবাও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
দমদমা স্কুল এন্ড কলেজ মিনি স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, যুবলীগ নেতা শরিফুল ইসলাম শরিফ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রভাষক আনিসুর রহমান লিখন প্রমূখ।
খেলায় চামারী ইউনিয়ন একাদশ ৫-৩ গোলে রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন একাদশকে হারিয়ে চাম্পিয়ন হয়। খেলায় দুজন নাইজেরীয়ার খেলোয়ার অংশ নেওয়ায় টুর্নামেন্টের আকর্ষন বেড়ে যায়। মাঠ সহ আশে পাশের ভবন ও গাছগাছালিতেও ছিলনা কোন ঠাঁই। খেলা শেষে চাম্পিয়ান দলকে ১ লাখ টাকা এবং রানার আপ দলকে ৫০ হাজার টাকা সহ ট্রফি প্রদান করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পুরস্কৃত করা সহ সর্ম্বধনা জানান প্রতিমন্ত্রী। এছাড়া রেফারি সহ টুর্নামেন্টের দায়িত্বপ্রাপ্ত সকলকে পুরস্কৃত করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/ আমিরুল ইসলাম
Leave a Reply