
পোস্টার লাগানোকে কেন্দ্র করে বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ মনোনিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিদ্রোহী প্রার্থী’র দুই কর্মী আহত হয়েছে। খবর পেয়ে হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সোমবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কাউরিয়া বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালী’র কর্মীরা আনারস প্রতীকের পোষ্টার লাগাতে কাউরিয়া বাজারে যান। এ সময় আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী টিপু সিকদারের ছেলে তন্ময় সিকদার তাদের বাধা দেয়।
এক পর্যায়ে তন্ময় সিকদার, তার চাচা দীপু সিকদার, নিপু সিকদার ও সাহেব সিকদারকে নিয়ে বেলায়েত ঢালীর পোষ্টার লাগাতে আসা ভ্যানচ্যালক ও তার দুই কর্মীকে মারধর করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে বিদ্রাহী প্রার্থী বেলায়েত ঢালীর ছেলে রাজু স্থানীয় থানা পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় পুলিশের উপস্থিতিতে কাউরিয়া বাজারে পোষ্টার লাগান বেলায়েত ঢালীর কর্মীরা।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার ট্যাকের বাজারে পোষ্টার লাগাতে যান নৌকা প্রতীকের প্রার্থী টিপু সিকদারের কর্মীরা। তখন বিদ্রোহী প্রার্থী বেলায়েত ঢালীর ছেলে রাজুর বাধায় পোস্টার না লাগিয়েই ফিরে আসতে হয় তাদেরকে। ওই ঘটনার জের ধরেই কাউরিয়া বাজারে বিদ্রোহী প্রার্থীর পোষ্টার লাগাতে বাধা দেয়া হয়।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান বলেন, সংঘর্ষ নয়, বরং পোষ্টার লাগানো নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর ভাই ও ছেলের মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতি হয়েছে। তবে বড় কোনো ঘটনা নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply