
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরের সাথে ঢাকার দোতলা লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। দীর্ঘ ১৩ বছর পর বিআইডব্লিউটিএর কলাপাড়া লঞ্চঘাট থেকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল শুরু হয়। প্রথম দিন এমভি রয়েল ক্রুজ-২ কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
এমভি রয়েল ক্রুজ-২ লঞ্চের মাস্টার মো. জামাল হোসেন জানান, এমভি রয়েল ক্রুজ-২ লঞ্চে ১৭১টি কেবিন রয়েছে। এর মধ্যে ৮টি ভিআইপি কেবিন ও ৭টি পারিবারিক কেবিন রয়েছে। ভেতরের দিকের কেবিনগুলো শীতাতপনিয়ন্ত্রিত। এই রুটে সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার ২০০, ডাবল কেবিনের ভাড়া ২ হাজার ৪০০ ও ভিআইপি পারিবারিক কেবিনের ভাড়া ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তা ছাড়া ডেকের যাত্রীদের ভাড়া ধরা হয়েছে ৩৫০ টাকা।
এমভি রয়েল ক্রুজ-২ লঞ্চের স্থানীয় প্রতিনিধি তানভীর মুন্সী বলেন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় কলাপাড়ার উদ্দেশে দোতলা লঞ্চ ছেড়ে আসবে। পরদিন সকাল ১০টায় কলাপাড়ায় পৌঁছাবে। ঢাকা থেকে ছেড়ে এই লঞ্চটি ফতুল্লা, চাঁদপুর, ধুলিয়া, নিমদী, বাঁশবাড়িয়া, দশমিনা, আউলিয়াপুর, চরকাজল, চালিতাবুনিয়া, কোরালিয়া, ফেলাবুনিয়া, পায়রা বন্দর, বালিয়াতলীতে যাত্রী ওঠানামা করবে। একইভাবে কলাপাড়া থেকে ঢাকার পথে ফিরে যাবে। তিনি আরও বলেন, আপাতত এক দিন পরপর এ রুটে দোতলা লঞ্চ চলাচল করবে। পরে আরও দুটি লঞ্চ এই রুটে সংযুক্ত করা হবে।
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে কলাপাড়া-কুয়াকাটাসহ উপকূলের মানুষ এ রুটে দোতলা লঞ্চ চলাচলের দাবি জানিয়ে আসছে। সেই দাবি পূরণ হওয়ায় এ এলাকার মানুষ উপকৃত হয়েছে। লঞ্চ চলাচলের মাধ্যমে ঢাকার সাথে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। তা ছাড়া নদীপথে এই রুট ব্যবহার করে পর্যটকদের কুয়াকাটায় যাতায়াতের পথ সহজ ও আনন্দদায়ক হবে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply