
জাহেদ হাছান তালুকদার,স্টাফ রিপোর্টার: মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি। মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না”” ৩৯ তম বিসিএসে সফলতা অর্জন করেছে রাঙ্গুনিয়ার নোয়াগাঁও (দুল্লভের বাড়ি)এলাকার আফরোজা সুলতানা। আফরোজা সুলতানা পৌরসভার ১নং ওয়ার্ড নোয়াগাঁও ( দুল্লভের বাড়ি) এলাকার মোহাম্মাদ নুরুল কবির ও জরিনা বেগমের মেয়ে ।
শিক্ষা জীবন—– আফরোজা সুলতানা মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষাজীবন শেষে করে পোমরা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি দেয়, তার পর চট্টগ্রাম রাউজান প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন । উল্লেখ্য আফরোজা সুলতানা দুটোতেই জিপিএ-৫ পাওয়ার সফলতা অর্জন করেন। তার পর আবারো সফলতা অর্জনে এগিয়ে যাবার জন্য ২০১৬ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ৩৯তম বিসিএসে সহকারী সার্জন পদে ক্যাডার কিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আফরোজা।
আফরোজার পরিবারে দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় আফরোজা। বাবা আর সাথে প্রিয় মমা। আফরোজা বলেন —- আমার সফলতার মূল কারণ হলো —সময়ের যথাযথ মূল্যায়ন ও ব্যবহার করেছি। আমার এই বিশাল অর্জনের পেছনে রয়েছে আমার পরিবারে বিশেষ ভূমিকা এবং শিক্ষাজীবনের প্রত্যেক শিক্ষকের অসামান্য অবদান। নিজের ইচ্ছাশক্তির পাশাপাশি কঠোর অধ্যাবসায় থাকলে মানুষ যেকোন অসামান্য কাজ সাধন করতে পারে। আমারও ইচ্ছে ছিল সফল হওয়ার। আমি সে ইচ্ছাশক্তিকে বাস্তবে রূপদিতে পরিশ্রম করেছি এবং সফলও হয়েছি।
আগামীর পথচলায় আমি সবার দোয়া কামনা করি। এদিকে তার এই সাফল্যে খুশি তার শুভাকাঙ্ক্ষীরা এলাকাবাসী। বিভিন্ন ক্ষুদে বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার নানা শ্রেণির পেশার মানুষ। আফরোজার সফলতা ব্যাপারে রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়াড়ে কমিশনার জালাল উদ্দিন বলেন, আফরোজা প্রমাণ করলো গ্রামের স্কুলে পড়ালেখা করে,,জীবনে শেষ সফলতা অর্জন করা যাই। আমি বলবো অন্যান্য শিক্ষার্থীদেরও তাকে অনুসরণ করার অনুরোধ জানাচ্ছি। কমিশনার জালাল উদ্দিন বলেন, এই অসাধারণ সফলতার জন্য তাকে অভিনন্দন জানায় এবং উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও তাকে অনুসরণ করার অনুরোধ জানাচ্ছি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply