
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪০ হাজার টাকার জাল নোটসহ সুজন আলী (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীর ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন আলীকে আজ বৃহস্পতিবার পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি চাঁদপুর শহরের সিরাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, সুজন আলী ঈশ্বরদী থেকে সিএনজিতে করে পাবনা শহরে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিএনজিটি ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা নামক স্থানে থামানো হয়। এ সময় সুজনের শরীর তল্লাশি করে ৪০টি এক হাজার টাকার জাল নোট পাওয়া গেলে ওই জাল নোটসহ তাকে আটক করা হয়।
ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে আটক সুজন আলীকে।
জাল নোট তৈরী এবং ব্যবহার একটি দেশের অরথনীতিকে ধ্বংস করে ফেলবার জন্য যথেষ্ট। এইজন্যে সরকারকে সচেতন থাকা উচিৎ। সেইসঙ্গে সতর্ক থাকতে হবে সাধারন মানুষকেও।
যেন জাল নোট সহজেই বিস্তার লাভ করতে না পারে। কাওকে প্রমাণ সহ ধরা গেলে তাকে কঠিন আইনের আওতায় নিয়ে আসতে হবে, যেন পরবর্তীতে কেউ এই পথে যাবার সাহস না পায়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply