
দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছেন দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ। তবু তাঁদের প্রতি দৃষ্টিভঙ্গি যেন পাল্টাচ্ছে না পুরুষশাসিত সমাজে। প্রায় প্রতিদিনই বিভিন্ন বয়সী নারীকে উত্যক্ততার শিকার হতে হচ্ছেই।
এবার পিরোজপুরের কাউখালীতে এক নারীকে (৫২) উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে দুলাল মোল্লা (৫৬) নামের একজনকে ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাউখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আক্তার সুমি এই দণ্ড দেন।
দুলাল মোল্লা উপজেলার শিয়ালকাঠী গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, দুলাল মোল্লা দীর্ঘদিন থেকে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল। রবিবার দুলাল ওই নারীর পথরোধ করে অশালীন কথা-বার্তা বলে। এসময় ওই নারী কাউখালী থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে দুলাল মোল্লাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হলে আদালতের বিচারক এ দণ্ড দেন।
শিশু থেকে শুরু করে কোনো বয়সী নারীরা নিরাপদ নয় আমাদের দেশে। এ অবস্থার থেকে উত্তরণের জন্যে দায়ীদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা উচিৎ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply